1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

কুড়িগ্রাম-১ সাইফুর রহমান রানার মনোনয়ন নিয়ে বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম-১সাইফুর রহমান রানার মনোনয়ন নিয়ে বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।

গোলাম মোস্তফা, স্টাফ রিপোটার।

কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা তাদের নেতাকে মনোনয়নপ্রাপ্ত দাবি করে পোস্ট দিচ্ছেন। এতে জেলাজুড়ে বিএনপি সমর্থকদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি।

অনেকেই দাবি করছেন যে, সাবেক সাংসদ সাইফুর রহমান রানা ইতোমধ্যে দলের মনোনয়ন পেয়েছেন। আবার অপর একদল বলছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া কেউ এমন দাবি করার সুযোগ নেই। দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কোনো বৈঠকে কুড়িগ্রাম-১ আসনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

রংপুর বিভাগের এক সহ-সাংগঠনিক সম্পাদক বলেন,
“গুলশানের সভায় কাউকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়নি। কিন্তু দলের ভেতরে কিছু নেতাকর্মী এবং সমর্থক নিজেদের পছন্দের নেতাকে নিয়ে সামাজিকমাধ্যমে বিভ্রান্তি তৈরি করছেন। এটি দলীয় ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকর।”

এদিকে জনপ্রিয় চিকিৎসক ডা. ইউনুসের এক সমর্থক বলেন,
“যে যাই বলুক—আমাদের ডা. সাহেবই মনোনয়ন পাবেন। তিনি মাঠে আছেন, জনগণের পাশে আছেন। দল তাকে মূল্যায়ন করবেই।”

স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ ধরনের দাবি-প্রতিদাবি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিচ্ছেন শীর্ষ নেতারা।

দলীয় সিদ্ধান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছেন জেলা বিএনপির একাধিক নেতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট