কুড়িগ্রাম-১সাইফুর রহমান রানার মনোনয়ন নিয়ে বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।
গোলাম মোস্তফা, স্টাফ রিপোটার।
কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা তাদের নেতাকে মনোনয়নপ্রাপ্ত দাবি করে পোস্ট দিচ্ছেন। এতে জেলাজুড়ে বিএনপি সমর্থকদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি।
অনেকেই দাবি করছেন যে, সাবেক সাংসদ সাইফুর রহমান রানা ইতোমধ্যে দলের মনোনয়ন পেয়েছেন। আবার অপর একদল বলছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া কেউ এমন দাবি করার সুযোগ নেই। দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কোনো বৈঠকে কুড়িগ্রাম-১ আসনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
রংপুর বিভাগের এক সহ-সাংগঠনিক সম্পাদক বলেন,
“গুলশানের সভায় কাউকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়নি। কিন্তু দলের ভেতরে কিছু নেতাকর্মী এবং সমর্থক নিজেদের পছন্দের নেতাকে নিয়ে সামাজিকমাধ্যমে বিভ্রান্তি তৈরি করছেন। এটি দলীয় ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকর।”
এদিকে জনপ্রিয় চিকিৎসক ডা. ইউনুসের এক সমর্থক বলেন,
“যে যাই বলুক—আমাদের ডা. সাহেবই মনোনয়ন পাবেন। তিনি মাঠে আছেন, জনগণের পাশে আছেন। দল তাকে মূল্যায়ন করবেই।”
স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ ধরনের দাবি-প্রতিদাবি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিচ্ছেন শীর্ষ নেতারা।
দলীয় সিদ্ধান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছেন জেলা বিএনপির একাধিক নেতা।