
ভুরুঙ্গামারী প্রতিনিধি :
ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবৈধভাবে মাটির উর্বর টপসয়েল কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যে দিনের পর দিন এ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসী জানায়, জমি থেকে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে টপসয়েল কেটে ট্রাকযোগে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এর ফলে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, টপসয়েল হচ্ছে কৃষিজমির সবচেয়ে উর্বর স্তর। এটি কেটে নেওয়া হলে জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং ভবিষ্যতে সেখানে জলাবদ্ধতা, ভূমি ধস ও মরুকরণের আশঙ্কা তৈরি হয়।
স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্যে মাটি কেটে নিয়ে যাচ্ছে, অথচ কেউ দেখছে না। আমরা বারবার নিষেধ করলেও কোনো কাজ হচ্ছে না।” তারা অবিলম্বে অবৈধ টপসয়েল কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিবেশ চরম ক্ষতির সম্মুখীন হবে। তারা পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দোষীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের জোর দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবৈধ টপসয়েল কাটা বন্ধ করা হবে এবং পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হবে।