
ভূরুঙ্গামারীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
গোলাম মোস্তফা ভুরুঙ্গামারী
চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোচনা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি শুক্রবার সকালে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির আয়োজনে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরিতে এ আলোচনা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও সাংবাদিক আশরাফুজ্জামান। প্রধান আলোচক ছিলেন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা ও চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন।
প্রধান অতিথির বক্তব্যে কবি ও সাংবাদিক আশরাফুজ্জামান বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন একজন আপসহীন সংগ্রামী নেতা, যিনি শোষণ-বৈষম্য ও আগ্রাসনের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে গেছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষায় তাঁর আত্মত্যাগ তরুণ সমাজের অনুপ্রেণার উৎস। তিনি হাদীর জীবন ও চিন্তাধারা পাঠচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন বলেন, শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থানই একটি জাতিকে এগিয়ে নেয়। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদেরকে একটি ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে।
আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে শহীদ হাদীর স্বপ্নপুরনে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আসন্ন গনভোটে ‘হ্যাঁ’ ভোটদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্সের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন, পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, নাহিদ হাসান প্রিন্স ও সোহেল রানা।
এ সময় শহীদ ওসমান হাদীর জীবন ও কর্ম নিয়ে ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন খোরশেদ আলম লিমন ও সাজ্জাদ হোসেন।
আলোচনা ও পাঠক সমাবেশে মাকসুদা আজিজ লাইব্রেরির পাঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শতাধিক আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।