
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় মুক্তা খাতুন (৬) নামের প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধু মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা বলদিয়া ইউনিয়নের ছনবান্দা এলাকার মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা বাবুর সন্তান। সে ও তার জমজ বোন মনি কেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (গতকাল) দুপুরে স্কুল ছুটির পর মুক্তা তার জমজ বোন মনির সঙ্গে বাড়ি ফিরছিল। পথে সাধু মোড় এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে মুক্তার। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়।
বিকেলে অবস্থার অবনতি হলে তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মুক্তার মৃত্যু হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে