
স্টাফ রিপোর্টার: গোলাম মোস্তফা।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে (মাদ্রাসা শাখা) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মাওলানা মোশাররফ হোসেন। তিনি ভুরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী চর বারুইটারী আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক সক্ষমতা ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর নেতৃত্বে চর বারুইটারী আলিম সিনিয়র মাদ্রাসা শিক্ষা, শৃঙ্খলা ও ফলাফলের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় অধ্যক্ষ কাজী মাওলানা মোশাররফ হোসেন বলেন,
“এই স্বীকৃতি আমার একার নয়; এটি আমার সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলা এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটিয়ে বিশ্বমানের শিক্ষায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আমি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করছি, মাদ্রাসা শিক্ষাকে সময়ের দাবি অনুযায়ী আধুনিক ও কার্যকর করে গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গীকার।
অধ্যক্ষ মহোদয়ের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন চর বারুইটারী আলিম সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা আবু বক্কর সিদ্দিক রতনপুরী তিনি বলেন, আমাদের অধ্যক্ষ অত্যন্ত চৌকস এবং বিচক্ষণতার সহিত অত্র প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যা দেখে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান তা অনুসরণ করছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
এ অর্জনে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন অধ্যক্ষ কাজী মাওলানা মোশাররফ হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।