
শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দিল ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
।স্টাফ রিপোর্টার ।গোলাম মোস্তফা।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। শীতের তীব্রতা থেকে কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষা ও মানবিক দায়িত্ববোধ থেকে এই কার্যক্রম আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার সম্মানিত আমির আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানাঘাট হাই স্কুলের সাবেক শিক্ষক আমজাদ হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার দাওয়াহ সম্পাদক শোয়াইবুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।