কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জামাতে ইসলামী।
।।স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা।।
ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক মানবিক ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনকনে শীতের এই সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ভুরুঙ্গামারী উপজেলার সম্মানিত রোকন, কৃতি সন্তান, আমাদের গর্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী, বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উত্তীর্ণ ইঞ্জিনিয়ার ও বিশিষ্ট শিল্পপতি জনাব তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব তাজুল ইসলাম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “মানুষ মানুষের জন্য—এই চেতনা ধারণ করেই আমাদের সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজে বৈষম্য কমাতে মানবিকতা ও সহমর্মিতাই সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধ জাগ্রত হলেই একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ফেরদৌস হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতবস্ত্র বিতরণের মতো কর্মসূচি অসহায় মানুষের জীবনে স্বস্তি ও আশার আলো জ্বালায়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।