ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমান সরকারের অবসর।
।। গোলাম মোস্তফা।। ভূরুঙ্গামারী।।
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমান সরকার (স্বপন) দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরজনিত ছুটিতে গেছেন। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহকর্মী শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষকতা জীবনে মো. আজিজুর রহমান সরকার ছিলেন নিষ্ঠাবান, সৎ ও ন্যায়পরায়ণ একজন আদর্শ মানুষ। দল-মত-ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে সমান আচরণ এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী হওয়ায় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিশেষ সম্মান ও ভালোবাসা অর্জন করেন।
বক্তারা আরও জানান, ভূরুঙ্গামারী কলেজ প্রতিষ্ঠায় তাঁর পরিবারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর দাদা আলহাজ এফাজ উদ্দীন সরকার কলেজটির জন্য প্রায় ৯ বিঘা জমি দান করেন। সেই ধারাবাহিকতায় মো. আজিজুর রহমান সরকার দীর্ঘ ৩১ বছর ধরে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে কলেজটি সরকারিকরণের ঘোষণা দেওয়া হলেও দীর্ঘ সময়েও এর পূর্ণ বাস্তবায়ন হয়নি। এরপরও তিনি নিরলসভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে গেছেন।
বিদায় অনুষ্ঠানের শেষপর্বে বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন এবং আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—তিনি যেন আজীবন ইনসাফ ও মানবকল্যাণের পথে অবিচল থাকতে পারেন।