
কুড়িগ্রামে মহিলা দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল।
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে বিএনপির মহিলা দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে পৌর শহরের ঈদগাহ মাঠ সংলগ্ন দলের জেলা কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রেশমা সুলতানা, সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আছমা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রিতা বেগম, পপি বেগম সহ জেলা ও উপজেলা পর্যায়ের অনান্য নেতৃবৃন্দ।
এতে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কুরআন খতম ও দোয়া করা হয়।