1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ।

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ।

স্টাফ রিপোর্টার : গোলাম মোস্তফা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী–কচাকাটা) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে করে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেন সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হারিসুল বারী রনি, জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই মাস্টার এবং গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে বিন ইয়ামিন মোল্লা মনোনয়ন দাখিল করেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম-১ সংসদীয় আসনটি ভূরুঙ্গামারী উপজেলা, নাগেশ্বরী উপজেলা ও কচাকাটা থানা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৪ জন এবং মোট ভোটকেন্দ্র রয়েছে ২৩১টি।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীদের সমর্থকরা দিনভর বিভিন্ন স্লোগান ও মিছিলের মাধ্যমে সরব ছিলেন। এখন যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীদের নিয়ে শুরু হবে মূল নির্বাচনী লড়াই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট