1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল।

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহ. অধ্যাপক আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার ( ২৯ ডিসেম্বর ) বিকেল ৩.৩০ ঘটিকায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শাহাদাৎ হোসেনের
নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
এসময় জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, নাগেশ্বরী উপজেলা আমির আব্দুল মান্নান মিয়া, কচাকাটা থানা আমির মাওলানা এনামুল হক, উপজেলা সেক্রেটারি আনোয়ার সোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, শ্রমিক কল‍্যান ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, যুব বিভাগের উপজেলা সভাপতি আবু হেনা মাসুম, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ২ঘটিকায় নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছেও তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসানে সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমেই ন্যায় ও সততার রাজনীতি বিজয়ী হবে। তিনি কুড়িগ্রাম-১ আসনের সর্বস্তরের জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট