
স্টাফ রিপোর্টার :গোলাম মোস্তফা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ফিডিং কর্মসূচি। রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের হাতে ডিম ও রুটি তুলে দেওয়া হয়। পুষ্টিকর খাবার পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝিলিক। অনেকেই প্রথমবারের মতো স্কুলে এমন উদ্যোগ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে।
শিক্ষকরা জানান, এই ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টিগত চাহিদা পূরণ হবে, পাশাপাশি নিয়মিত স্কুলে আসার আগ্রহ বাড়বে। অপুষ্টিজনিত সমস্যা কমে গিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অভিভাবকরাও উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, অনেক পরিবারের পক্ষে প্রতিদিন পুষ্টিকর খাবার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের সরকারি উদ্যোগ শিশুদের পড়াশোনায় মনোযোগী করতে এবং বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সচেতন মহলের মতে, ফিডিং কর্মসূচি শুধু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নয়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেও বড় ভূমিকা রাখবে। নিয়মিত ও স্বচ্ছভাবে এই কার্যক্রম পরিচালিত হলে ভবিষ্যতে একটি সুস্থ, মেধাবী ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সকলের।