1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা।

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা।

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
বিশেষ  প্রতিনিধি,

উত্তরের সীমান্ত উপজেলা ভূরুঙ্গামারীতে ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। নভেম্বরের শেষ প্রহরেই তাপমাত্রা নেমে এসেছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। ভোর থেকে বইছে হিমেল হাওয়া, বাড়ছে কুয়াশার ঘনত্ব। বিশেষ করে ভোর ও রাতের শেষ ভাগে শীতের উপস্থিতি এখন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, বর্তমান প্রবণতা অনুযায়ী আগামী কয়েকদিনে কুয়াশা ও শীত আরও বৃদ্ধি পেতে পারে।

ভূরুঙ্গামারীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়—
ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে সূর্যের দেখা মিলছে না সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি তীব্র হয়ে উঠছে। মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ৩ নং তিলাই ইউনিয়নের তিলাই মোড় নামক এলাকায় দেখা যায় ঠান্ডা নিবারণের জন্য রাস্তার পাশে আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে এলাকার লোকজন।

অটোচালক মোঃ আব্দুর আজিজ মুন্সী বলেন
“ভোরে গাড়ি নিয়ে বের হলে হাত-পা জমে আসে। কুয়াশা এতটাই থাকে যে এখন লাইট জ্বালিয়ে রাস্তায় চলতে হচ্ছে।”

আরেক বাসিন্দা মোঃ বগদুল ইসলাম জানান,
“সকালে হাঁটতে বের হলে বেশ ঠান্ডা লাগে। কুয়াশাও অনেক বেড়েছে। প্রতিবছরই আমরা আগেভাগে শীত পাই। এ বছরও শীত পুরোপুরি নেমে এসেছে।”

“আজ ভোরে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও শীত আরও বাড়বে বলে ধারণা করছি।”

শীতের সাথে তাল মিলিয়ে ভূরুঙ্গামারীর মানুষজন এখন থেকেই শীতবস্ত্রের প্রস্তুতি নিচ্ছেন। কৃষিজমিতে পড়তে থাকা শিশির ফসলের জন্য ভালো হলেও ভোরের ঘন কুয়াশা যাতায়াতে কিছুটা ভোগান্তি তৈরি করছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও নিম্নআয়ের মানুষের কষ্টও বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট