বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি।
গোলাম মোস্তফা,স্টাফ রিপোর্টার।।
নিজের বিয়ের দিনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক ফারুক( ২৮)। আজ ২৬/১২/২০২৫ সকাল ৮টার দিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আন্ধারিঝার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরো একজনের অবস্থা আশঙ্কা জনক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ফারুক পাথর ডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজই ছিল তার বিয়ের দিন। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি—গল্প, হাসি আর আনন্দে মুখর ছিল চারপাশ। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকের মাতম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফারুকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
যে ঘরে আজ বাজবার কথা ছিল বিয়ের সানাই, সেখানে এখন শুধু কান্নার রোল। নববধূর হাতে ওঠার কথা ছিল মেহেদির রঙ, সেখানে এখন অশ্রু আর আহাজারি। পরিবার-পরিজন, স্বজন ও প্রতিবেশীরা এই আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ।
তার প্রতিবেশী জসীমউদ্দীন জানান, ফারুক ছিলেন ভদ্র, শান্ত ও সকলের প্রিয় একজন যুবক। তার অকাল প্রয়াণে পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে গেছে।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। সবাই নিহতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একটি বিয়ের আনন্দ মুহূর্তে যে এমন হৃদয়বিদারক পরিণতি আসতে পারে—তা যেন কেউ কল্পনাও করতে পারেনি। আজ আন্ধারিঝার শুধু একজন যুবককে নয়, হারাল একটি স্বপ্ন, একটি সম্ভাবনাময় জীবন।