ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেবামূলক প্রতিষ্ঠান “যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা,বাংলাদেশ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী স্থানীয় প্রশাসনের সহযোগীতায়, সংস্থার প্রতিনিধিবৃন্দের সরেজমিনে প্রকৃত উপকারভোগী নির্বাচন করে ১২৫০ টি কম্বল ও ৫০০ টি চাদর এবং ১৬০ টি রুম হিটার ভূরুঙ্গামারী সকল ইউনিয়নের ও নাগেশ্বরী উপজেলা কিছু অংশে সুবিধা বঞ্চিত ও দুস্থ পরিবারের মাঝে মোট তিনটি স্পটে বিতরন করা হয়।

(২৩ -২৫) ডিসেম্বর ২০২৫ এ বিতরন অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি আলোচক শাইখ শাফী মুহাম্মাদ আব্দুল বারী, উপস্হিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন আইনী, মোস্তাফিজুর রহমান, মাওলানা মো: আসাদুজ্জামান, মাওলানা মাহবুবুল আলম, হাফেজ হারুন অর রশিদ, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতিনিধিবৃন্দ ও এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এবারের শীতে কুড়িগ্রাম ছাড়াও নীলফামারী এবং পঞ্চগড় জেলায় শীতার্তদের পাশে দাড়িয়েছে। সব মিলিয়ে এই বছর সংস্থাটি সর্বমোট ৩৬৫০ পিস কম্বল,১৫০০ পিস শাল এবং ৫০০ টি রুম হিটার বিতরন করেছে।
সমাজে এই অসহায় ইয়াতিম, দুস্হ, মানুষের মধ্য শীতবস্ত্র বিতরন করায় এই এলাকার মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Like this:
Like Loading...
Related