
আবু সুফিয়ান পারভেজ, ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
২২ ডিসেম্বর ২০২৫, সোমবার দুপুর ২টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মইদাম উচ্চ বিদ্যালয় মাঠে CnS Bangla Foundation-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় মইদাম, তালুকমশালডাঙ্গা ও ভূসিভিটা এলাকার ৭৫টি হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মইদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ। CnS Bangla Foundation-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ হাসান নিলয় ও আবু সুফিয়ান পারভেজ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, মতিয়ার রহমান, হাফিজুর ইসলাম ও আল-আমিন ব্যাপারি।
শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।