1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

“জনতাই পুলিশ, পুলিশই জনতা” স্লোগানে অপরাধ দমন ও নির্বাচনকে সামনে রেখে ভুরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।২২ ডিসেম্বর সমবার দুপুর ২ টায় ভুরুঙ্গামারী থানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খন্দকার ফজলে রাব্বি পিপিএম, পুলিশ সুপার, কুড়িগ্রাম। তবে তিনি উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান প্রধান অতিথির দায়িত্ব পালন করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  মোঃ আজিম উদ্দিন। ওপেন হাউস ডে অনুষ্ঠানে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গি সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের করণীয় ও জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

উন্মুক্ত আলোচনায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ সরাসরি তাদের প্রশ্ন, সমস্যা ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং তার বক্তব্যে উত্থাপিত বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান এবং পুলিশের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সবাইকে অবহিত করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকলে অপরাধ দমন সহজ হয়। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ওপেন হাউস ডে কার্যক্রমকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট