
।।গোলাম মোস্তফা।। ভুরুঙ্গামারী।।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ শাহাদাৎ হোসেন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
আজ (রবিবার) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ নবাগত ইউএনও মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মতবিনিময়কালে তারা উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক জনকল্যাণমূলক কাজে প্রশাসনের সাথে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহাদাৎ হোসেন মহোদয়ের হাতে সংগঠনের ‘নববর্ষ প্রকাশনা–২০২৬’ উপহার হিসেবে তুলে দেন নেতৃবৃন্দ।
এ সময় নবাগত ইউএনও মহোদয় ছাত্রশিবির নেতৃবৃন্দের শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপজেলার উন্নয়নে সকলের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।