1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু।

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু।

 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাটি বোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে পানিতে ডুবে জাকির হোসেন (৩২) নামে এক ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট-সড়ককাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মোজাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জাকির হোসেন একটি মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে ডিপেরহাট থেকে সড়ককাটা এলাকার দিকে যাচ্ছিলেন।

এ সময় ডিপেরহাট-সড়ককাটা সড়কের একটি বাঁকে পৌঁছালে ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। ট্রাক্টরের সঙ্গে চালকও পানিতে পড়ে যান এবং ভারী মাটির চাপ ও ট্রাক্টরের নিচে চাপা পড়ে তিনি পানিতে ডুবে যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে ততক্ষণে ট্রাক্টরের চালক জাকির হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিবারটির প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের পাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা প্রতিরোধক না থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কটির ঝুঁকিপূর্ণ অংশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এদিকে জাকির হোসেনের মৃত্যুতে তার পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তিনি পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট