
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে হৃদয়ে ধারণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে বিজয়মেলা ২০২৫।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই মেলায় ইতিহাস, ঐতিহ্য ও বিজয়ের উৎসবে মুখর হয়ে উঠবে কুড়িগ্রাম।
আজ ১৫ ডিসেম্বর থেকে আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী এই বিজয়মেলা অনুষ্ঠিত হবে কুড়িগ্রাম আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে।
মেলা উপলক্ষে প্রতিদিনই থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে বিশেষ আয়োজন এবং সাংস্কৃতিক পরিবেশনা।
বিজয়মেলায় মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগ স্মরণে থাকবে বিভিন্ন প্রদর্শনী ও আলোচনা সভা।
জানা যায়, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা এবং বিজয় দিবসের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য।
বিজয়ের এই উৎসবে অংশ নিতে সর্বস্তরের জনগণকে মেলায় আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।