
স্টাফ রিপোর্টার :গোলাম মোস্তফা
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীরা আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর সকল বৈষম্যমূলক ও কালো আইন বাতিল, বৈষম্য নিরসন এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
১০ ডিসেম্বর বুধবার সকালে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভূরঙ্গামারী সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দ্রুত পদ-সোপান তৈরি করে পদোন্নতি প্রদান, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন দ্রুত বাস্তবায়ন, সহজ প্রক্রিয়ায় চাকরি স্থায়ীকরণ, শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য করা এবং একাধিক কলেজে চাকরির সময়কাল গণনা করে চাকুরিকাল নির্ধারণের দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, ভূরঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সকশিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক সরকার, সহ-সভাপতি আহসান হাবীব (ঝিনুক), সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, কার্যকরী সদস্য এ বি এম হাফিজুর রহমান মণ্ডল ও মোজাহার আলী।
বক্তারা বলেন, আত্তীকরণের নামে দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে চরম বৈষম্য করা হচ্ছে। আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর একাধিক ধারা শিক্ষক-কর্মচারীদের আর্থিক ও পেশাগত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এসব বৈষম্যমূলক বিধান বাতিল না হলে শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে কলেজের শিক্ষক-কর্মচারীরা একাত্মতা প্রকাশ করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।