
রোজার আগেই নির্বাচন চাই: কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না।
কুড়িগ্রাম প্রতিনিধি :
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনের তফসিল নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দোদুল্যমান অবস্থান মানুষের মধ্যে শঙ্কা বাড়াচ্ছে। আগে ইসি বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে; পরে শোনা গেল ১১ ডিসেম্বর ঘোষণা হতে পারে। এখন আবার ইসি বলছে, তারিখ নিয়ে কথা বলবেন না—আমরা দেখছি। নির্বাচন যত দেরি হবে, ততই অনিশ্চয়তা বাড়বে।
আজ (০৭ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
মান্না আরও বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান রয়েছে। তিনি অত্যন্ত কষ্ট ও নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনি এই নির্বাচনী প্রক্রিয়ার অংশ হোন। তার শারীরিক অবস্থার কারণে স্বাভাবিকভাবেই এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এরপরও আমরা আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বিএনপির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মান্না বলেন, “১৫ বছরের লড়াইয়ে বিএনপিসহ বহু দল আমাদের সঙ্গে ছিল। এখনও তাদের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো কোনো ধরনের নির্বাচনী সমঝোতা হয়নি। আমরা একক কোনো সিদ্ধান্তে যেতে চাই না।”
এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে কলেজমোড়ের স্বাধীনতার বিজয়স্তম্ভে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশেও বক্তব্য রাখেন তিনি।