1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

রোজার আগেই নির্বাচন চাই: কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না।

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

রোজার আগেই নির্বাচন চাই: কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না।

কুড়িগ্রাম প্রতিনিধি :

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনের তফসিল নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দোদুল্যমান অবস্থান মানুষের মধ্যে শঙ্কা বাড়াচ্ছে। আগে ইসি বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে; পরে শোনা গেল ১১ ডিসেম্বর ঘোষণা হতে পারে। এখন আবার ইসি বলছে, তারিখ নিয়ে কথা বলবেন না—আমরা দেখছি। নির্বাচন যত দেরি হবে, ততই অনিশ্চয়তা বাড়বে।

আজ (০৭ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

মান্না আরও বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান রয়েছে। তিনি অত্যন্ত কষ্ট ও নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনি এই নির্বাচনী প্রক্রিয়ার অংশ হোন। তার শারীরিক অবস্থার কারণে স্বাভাবিকভাবেই এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এরপরও আমরা আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বিএনপির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মান্না বলেন, “১৫ বছরের লড়াইয়ে বিএনপিসহ বহু দল আমাদের সঙ্গে ছিল। এখনও তাদের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো কোনো ধরনের নির্বাচনী সমঝোতা হয়নি। আমরা একক কোনো সিদ্ধান্তে যেতে চাই না।”

এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে কলেজমোড়ের স্বাধীনতার বিজয়স্তম্ভে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশেও বক্তব্য রাখেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট