নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর (শনিবার) ঐতিহাসিক নবীনগর হাই স্কুল মাঠে নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এ মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি এডভোকেট মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরু।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু।
উক্ত সমাবেশ আরও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, সাধারণ সম্পাদক কাজী রাজিবুর রহমান তানভীর,কেন্দ্রীয় ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল হক প্রমুখ।
বিশাল জনসভাবেশে ঐতিহাসিক হাইস্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়। শতশত নেতা কর্মী উপস্থিতি দেখা যায়।