
গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর আগে গণভোট, পরে জাতীয় নির্বাচনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করতে ভূরুঙ্গামারীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ ঘটিকায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
সমাবেশস্থলে শেষ পর্যায়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন বলেন, “জনগণের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে গণআন্দোলনই হতে পারে সর্বোত্তম পথ। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”
মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী বলেন, “জুলাই জাতীয় সনদ জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। জনগণের মতামতই রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি ওমর ফারুক বলেন, “ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সকল দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে। রংপুর বিভাগীয় সমাবেশ সে লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বক্তারা ৫-দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান এবং রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
সকলের উপস্থিতি ও অংশগ্রহণে মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানিয়েছেন।