।।গোলাম মোস্তফা।।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান ও ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আনোয়ার জাহিদকে আজ লটারির মাধ্যমে পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে পটুয়াখালী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই পদায়নের মাধ্যমে তিনি শীঘ্রই পাবনায় দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
লটারির মাধ্যমে জেলা পুলিশ সুপার পদায়নের এ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় নতুন এসপি পদায়ন করা হয়, যার মধ্যে পাবনা জেলার দায়িত্ব পান আনোয়ার জাহিদ।
আনোয়ার জাহিদ তার দীর্ঘ কর্মজীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনাম অর্জন করেছেন। পটুয়াখালীতে দায়িত্ব পালনকালে তিনি মাদকবিরোধী অভিযান জোরদার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে প্রশংসিত হন। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দৃঢ় অবস্থান স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
নিজ উপজেলার সন্তান গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়িত হওয়ায় নাগেশ্বরীসহ কুড়িগ্রাম জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নাগেশ্বরী উপজেলার বাসিন্দা চর বারুইটারী সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল করিম বলেন,
“আনোয়ার জাহিদ আমাদের এলাকার গর্ব। তিনি একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। পাবনায় তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করি।”
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন,
“গ্রাম থেকে উঠে এসে এত বড় পদে দায়িত্ব পাওয়া আমাদের তরুণদের জন্য অনুপ্রেরণা। আমরা তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”
স্থানীয় সচেতন মহলের মতে, নতুন দায়িত্বে তিনি পাবনায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি জনগণের সঙ্গে সমন্বয় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]