1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন আজিজুর রহমান সরকার কুড়িগ্রামে জেলা প্রশাসক মিস অন্নপূর্ণা যোগদানের পর ভূরুঙ্গামারীতে প্রথম  মতবিনিময় সভা। কুড়িগ্রাম ইকোনমিক জোন যুক্ত হচ্ছে ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটির সঙ্গে। ভূরুঙ্গামারীতে ঢাকায় আন্দোলনকারী শিক্ষকদের সংবর্ধনা দিল সম্মিলিত শিক্ষক পরিষদ মাদক ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে ভূরুঙ্গামারীর পাথর ডুবিতে অগ্রযাত্রা ফাউন্ডেশনের মানববন্ধন নাগেশ্বরীতে ইসলামী অন্দোলনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত লেফটেন্যান্ট শহীদ আব্দুস সামাদের মৃত্যুবার্ষিকী পালন ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টের অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই দোকানে জরিমানা ভুরুঙ্গামারী থানার ওসির প্রেস ব্রিফিং। কুড়িগ্রামের ভূরুংগামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪ জন।

কুড়িগ্রামে জেলা প্রশাসক মিস অন্নপূর্ণা যোগদানের পর ভূরুঙ্গামারীতে প্রথম  মতবিনিময় সভা।

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

 

 

গোলাম মোস্তফা।। ভূরুঙ্গামারী।। 

 কুড়িগ্রাম জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মিস অন্নপূর্ণা ভূরুঙ্গামারী উপজেলায় এক মতবিনিময় সভায় উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সরাসরি আলোচনা করেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও দাবি উত্থাপিত হয়।

সভায় বক্তারা মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গতি-নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার আহ্বান জানানো হয়।

হাসপাতালে চিকিৎসা সেবার মানোন্নয়ন প্রসঙ্গে বক্তারা বলেন, চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বৃদ্ধি এবং রোগীদের জন্য দ্রুত ও আন্তরিক সেবা প্রদান নিশ্চিত করতে প্রশাসনের তদারকি জরুরি। একই সঙ্গে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের দাবিও ওঠে।

কৃষি উন্নয়নের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নত বীজ ও সার সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ এবং ন্যায্যমূল্য নিশ্চিতের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বক্তারা বলেন, কৃষিই এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি, তাই কৃষকদের স্বার্থ রক্ষা করা সময়ের দাবি।

শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও কার্যকর করতে বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন, যোগ্য শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধে বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানান উপস্থিতরা।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও তদারকির অনুরোধ জানানো হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মিস অন্নপূর্ণা উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বলেন, “জনগণের কল্যাণে প্রশাসন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা যে সমস্যাগুলো তুলে ধরেছেন, সেগুলো সমাধানে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” তিনি সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত ভূরুঙ্গামারী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট