মাদক ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে ভূরুঙ্গামারীর পাথর ডুবিতে অগ্রযাত্রা ফাউন্ডেশনের মানববন্ধন।
গোলাম মোস্তফা।। ভূরুঙ্গামারী।।
মাদকের উন্মুক্ত বেচাকেনা, অবৈধ বিস্তার এবং মাদকবিরোধী কর্মীদের প্রতি হয়রানির প্রতিবাদে ভূরুঙ্গামারীর পাথর ডুবিতে শুক্রবার বিকেল ৪ ঘটিকায় অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে স্থানীয় সচেতন যুবসমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন। তিনি বলেন,
“মাদক আজ সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই মরণ নেশা। অথচ যারা মাদকবিরোধী আন্দোলনে সোচ্চার হন, তাদের নানা ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না।”
তিনি আরও বলেন, প্রশাসনের উচিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং যারা সমাজ রক্ষায় এগিয়ে আসছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় একটি প্রজন্ম চিরতরে ধ্বংসের পথে চলে যাবে।
মানববন্ধনে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব নয়।
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে মাদক নির্মূলের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আন্দোলন নিয়মিত হলে সমাজ থেকে মাদক নির্মূলে ইতিবাচক পরিবর্তন আসবে।