কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত বিশাল কর্মী সম্মেলন আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে এসে সম্মেলনস্থল পূর্ণ করে তোলেন। ফলে পুরো মাঠ পরিণত হয় উপচে পড়া মানুষের ঢলে মুখর এক মিলনমেলায়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সাংগঠনিক সম্পাদক এম. হাসিবুর রহমান।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব হারিসুল বারি রনি।
সম্মেলনের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মোঃ আব্দুর রব। এছাড়াও ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, নৈতিক সমাজ প্রতিষ্ঠা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ন্যায়নিষ্ঠ নেতৃত্ব গঠনে ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।
দিনব্যাপী কর্মী সম্মেলনে লাখো মানুষের ঢল দেখে স্থানীয় নেতারা বলেন— এটি প্রমাণ করে নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।