গোলাম মোস্তফা।। ভূরুঙ্গামারী।।
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদের ৫৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ভূরুঙ্গামারীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়মনি হাট মসজিদ প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা শহীদ লে. সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসর) আব্দুল মজিদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপজন মিত্র । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব সাইফুর রহমান রানা, আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান জয়মনি হাট ইউনিয়ন পরিষদ অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও শহীদ পরিবারের সদস্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ ছিলেন এক নির্ভীক মুক্তিযোদ্ধা, যিনি১৪ নভেম্বর ১৯৭১সালে শাহাদাত বরণ করেন।যাঁর আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”
একজন বীর মুক্তিযোদ্ধা তাঁর বক্তব্যে বলেন,
“আমরা যারা তাঁর সহযোদ্ধা ছিলাম, তারা জানি কতটা সাহসিকতার সঙ্গে তিনি যুদ্ধ করেছেন। মৃত্যুর মুখেও তিনি পিছিয়ে যাননি। তাঁর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এক শিক্ষাবিদ বলেন,
“শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ সামাদের সাহসিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।”
সভাপতির বক্তব্যে আব্দুল মজিদ বলেন, আমরা চেষ্টা করছি তাঁর আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে, যাতে তারা দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠে।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং শেষে শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“শহীদ সামাদের মতো বীরদের কারণেই আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। তাঁদের স্মরণে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শ্রদ্ধা, আবেগ ও দেশপ্রেমে পরিপূর্ণ পরিবেশ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শহীদদের স্মরণে এ ধরনের কর্মসূচি নিয়মিত পালন করা হবে।