
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ভাসানী ভক্তরা ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী নগরে দিবসটি পালন করেন। কর্মসূচীর প্রথম পর্বে ছিল কোরআন খতম, দ্বিতীয় পর্বে ছিল ভাসানী জীবন আদর্শের নিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া, তৃতীয় পর্বে ছিল তরিকত পন্থী শিল্পীদের ভক্তি মূলক সঙ্গীত পরিবেশনা।
মওলানা ভাসানীর রাজনৈতিক ও ধর্মীয় জীবন আদর্শ নিয়ে সোমবার রাতে সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাসানীর নাতী মোঃ মনিরুজ্জামান খান মনির ভাসানী। সঞ্চালনা করেন মোঃ জহুরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, ভাসানী অনুসারী ইউনুছ আলী, কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান জুয়েল, এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান হাফিজ, আন্ধারীঝাড় শেখ কালু মামুদ সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রেজ্জাকুল আলম লেলিন ও রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এসএম গোলাম মোস্তফা বক্তব্য রাখেন
আলোচনা সভা শেষে রাতে তরিকত পন্থী শিল্পীরা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন।