
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনা ও উস্কানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে সদর ইউনিয়নের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম (৪০) সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি । তিনি বাগভান্ডার গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানা পুলিশ তাকে ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ জানান, “নাশকতার পরিকল্পনা ও উস্কানিমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।”