ভূরুঙ্গামারীতে কৃষক পর্যায়ে প্রদর্শনীর জন্য গম বিতরণ।
গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার।
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় গম প্রদর্শনীর উপকরন বিতরন করা হয়েছে।
১৬ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে গম প্রদর্শনীর উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী কুড়িগ্রামের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।
উপজেলার ৩ টি প্রদর্শনীতে ১৮ বিঘার জমির জন্য ৩৬০ কেজি গম বীজ এবং ইউরিয়া, ডিএপি, এমওপি, জিপ, জিংক, বোরন, জৈব সার, বীজ শোধক ও বীজ সংরক্ষনের জন্য মোট ২৪টি বীজ সংরক্ষন পাত্র বিতরন করা হয়।
উল্লেখ্য এর আগে তেল ও ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩টি করে প্রদর্শনীর উপকরণ সার ও বীজ বিতরন করা হয়েছে