
স্টাফ রিপোর্টার: গোলাম মোস্তফা
১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার এক আবেগঘন পরিবেশে উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদরাসার দীর্ঘদিনের সম্মানিত সুপার মাওলানামোঃ শামসুল আলমের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ছাএ মাওলানা রুহুল আমিন।
বক্তারা বলেন, সুপার মাওলানা মোঃ শামসুল আলম তাঁর নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন। তিনি শুধু একজন সুপার নন, ছিলেন অভিভাবকসুলভ নেতা, পথপ্রদর্শক এবং একজন আদর্শ শিক্ষক।
অনুষ্ঠানে একজন শিক্ষক বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন—
“তিনি ছিলেন আমাদের প্রতিষ্ঠানের দিকনির্দেশনা, শৃঙ্খলা ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষক হিসেবে তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে একটি প্রতিষ্ঠানকে ভালোবাসতে হয় এবং কীভাবে সততা ও নৈতিকতার সাথে দায়িত্ব পালন করতে হয়।”
একজন শিক্ষার্থী তাঁর বক্তব্যে বলেন—
“সুপার স্যার আমাদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেননি, শিখিয়েছেন মানুষ হতে। আমরা তাঁর প্রতিটি কথাকে জীবনের সম্পদ হিসেবে ধারণ করে রাখব। স্যার, আপনি যেখানেই থাকুন— আমরা আপনার সম্মান রক্ষা করব শৃঙ্খলা আর আদর্শ দিয়ে।”
বক্তারা আরও বলেন, তাঁর নৈতিক চরিত্র, সময়ানুবর্তিতা ও আদর্শ চিন্তা এই প্রতিষ্ঠানের একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। তাঁর প্রস্থান প্রতিষ্ঠানটির জন্য যেমন বেদনার, তেমনি কৃতজ্ঞতার দিন।
শেষে সুপার সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও পরকালীন সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।