1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে ঘিরে মিথ্যা মানববন্ধনের পর দুদকের অভিযান, অসাধুচক্র রোধে কঠোর নির্দেশনা ভূরুঙ্গামারীতে নাশকতার উস্কানির অভিযোগে আটক ইউপি সদস্য ভূরুঙ্গামারীতে কৃষক পর্যায়ে প্রদর্শনীর জন্য গম বিতরণ। কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, কুড়িগ্রামেও থাকছে কেন্দ্র। আজ ১৪ নভেম্বর ভুরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস মওলানা ভাসানী সেতুর কাঙ্খিত সুফল পাচ্ছে না কুড়িগ্রামবাসী। ভুরুঙ্গামারীতে উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপারের আবেগঘন বিদায়। ভূরুঙ্গামারীতে হারানো টাকা ফেরত, প্রশংসায় ভাসছেন মজনু উত্তরের জনপদ কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা ভুরুঙ্গামারীতে নিজ বাড়িতে মাদক সেবন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের জেল ও জরিমানা

ভূরুঙ্গামারীতে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের ৫ সদস্য আটক

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টার সময় ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুনের নেতৃত্বে সোনাতলী এলাকার জরিনা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাড়ির মালিক জরিনা খাতুন (২৮), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভীমপুর গ্রামের রবিউল ইসলাম (২৮), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে গোলেজান (৫২), রংপুর জেলার বদরগঞ্জ থানার বাড়ুয়া গ্রামের শাপলা আক্তার (২৪) এবং দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার গুচ্ছ গ্রামের রুমি আক্তার (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে কোনো মাদক না পাওয়া গেলেও জিজ্ঞাসাবাদের সময় তারা ভূরুঙ্গামারীতে আসার কারণ ও জব্দকৃত আলামতের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি এবং একটি ডিসকভার-১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “আটককৃতরা আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য। তারা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় মাদক কারবার করে থাকে। ভূরুঙ্গামারীতে যেই বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে, সেটি তাদের ‘সেফ হাউস’। এর আগেও তারা একাধিকবার মাদক ব্যবসায় জড়িত ছিল। তারা হিলি থেকে মাদক নিয়ে আসত, কিন্তু নজরদারি বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি ভূরুঙ্গামারীতে অবস্থান নেয়। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হবে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট