
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টার সময় ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুনের নেতৃত্বে সোনাতলী এলাকার জরিনা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাড়ির মালিক জরিনা খাতুন (২৮), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভীমপুর গ্রামের রবিউল ইসলাম (২৮), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে গোলেজান (৫২), রংপুর জেলার বদরগঞ্জ থানার বাড়ুয়া গ্রামের শাপলা আক্তার (২৪) এবং দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার গুচ্ছ গ্রামের রুমি আক্তার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে কোনো মাদক না পাওয়া গেলেও জিজ্ঞাসাবাদের সময় তারা ভূরুঙ্গামারীতে আসার কারণ ও জব্দকৃত আলামতের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি এবং একটি ডিসকভার-১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “আটককৃতরা আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য। তারা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় মাদক কারবার করে থাকে। ভূরুঙ্গামারীতে যেই বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে, সেটি তাদের ‘সেফ হাউস’। এর আগেও তারা একাধিকবার মাদক ব্যবসায় জড়িত ছিল। তারা হিলি থেকে মাদক নিয়ে আসত, কিন্তু নজরদারি বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি ভূরুঙ্গামারীতে অবস্থান নেয়। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হবে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।”