
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক সেবনের অভিযোগে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ নভেম্বর) সন্ধায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এ কারাদণ্ড দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত তাজেল মিয়া (২৫) উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।
জানা যায়,সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামের নিজ বাড়ীতে তাজেল মিয়া নামের ওই যুবককে মাদক সেবনকালে হাতেনাতে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন