
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক কলহের জেরে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. মাসুদ রানা (৩২) এবং মো. কুদরাত-ই-হৃদয় (২২)। তারা উপজেলার গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আব্দুল বারীর ছেলে।
ভুক্তভোগী মা মনয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, পারিবারিক বিরোধের জেরে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করে। এতে বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায়।
ঘটনার পর কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নির্দেশনায় এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে। মামলাটি তদন্ত করছেন এসআই হারুন।
পুলিশ জানায়, প্রবীণদের ওপর পারিবারিক নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।