1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমান সরকারের অবসর গ্রহন। কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সহ:অধ্যাপক আনোয়ারুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা। ভুরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কুড়িগ্রামে মহিলা দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল। পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা।

ভূরুঙ্গামারীতে দুই বাজারে দুই দোকানে চুরি — উধাও সাড়ে ৬ লাখ টাকা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার ও মিলনী বাজারে দুইটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ লক্ষ ২৫ হাজার টাকারও বেশি অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রথম ঘটনাটি ঘটে বলদিয়া বাজারে। স্থানীয় তুষ্টি ডিজিটাল স্টুডিওর মালিক, বিকাশ, নগদ ও রকেট এজেন্ট জিয়াউর রহমানের দোকান থেকে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা চুরি হয়।

এ বিষয়ে জিয়াউর রহমান জানান,“দুপুর আনুমানিক দেরটার সময় নামাজে যাই। নামাজ শেষে বিকেল ২টা থেকে ৩টার মধ্যে দোকানে ফিরে এসে দেখি ড্রয়ারে রাখা টাকা নেই। এ বিষয়ে এখনো আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিইনি।”

একই ইউনিয়নের মিলনী বাজারে ঘটেছে দ্বিতীয় চুরির ঘটনা। সেখানে আলমগীর স্টোরের মালিক আলী হোসেনের দোকান থেকে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা চুরি হয়।

এ বিষয়ে দোকান মালিক আলী হোসেন বলেন, “আমি মুদি দোকানের পাশাপাশি বিকাশ ও নগদের ব্যবসা করি। দুপুরে দোকান বন্ধ করে বাড়ি যাই। বিকেল ৩টার দিকে ফিরে এসে দেখি দোকানের ঝাপ কাটা এবং টাকাগুলো নেই। সঙ্গে সঙ্গে আমি বিষয়টি পুলিশকে জানাই।”

খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা ধারণা করছেন, একই সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দুই বাজারে এই চুরির ঘটনাগুলো ঘটিয়েছে।

এ বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ মো. লুতফর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ, স্বাক্ষী ও দোকানের নিজেদের হিসাবপত্র যাচাই করে দ্রুত চোরদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো জানান “যদি কেউ কোনও সন্দেহজনক ব্যক্তি বা গতিবিধি দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে কচাকাটা থানা অথবা নিকটস্থ পুলিশ বক্সে দ্রুত জানিয়ে সহযোগিতা করুন।” তদন্তের প্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে এবং দ্রুত অভিযুক্তদের খুঁজে আইনের আওতায় আনার চেষ্টা করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট