
বিশেষ প্রতিনিধি: গোলাম মোস্তফা।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনটি এবার এক ব্যতিক্রমী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হতে যাচ্ছে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আজিজুর রহমান— দুইজনই সহোদর ভাই। রাজনীতির মাঠে দু’ভাইয়ের মুখোমুখি অবস্থান এখন জেলার আলোচনার কেন্দ্রবিন্দু।মোস্তাফিজুর রহমান মোস্তাক জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার একজন প্রভাবশালী নেতা। তারা
সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ মনসুর আহম্মদের সন্তান। পারিবারিকভাবে শিক্ষিত ও সমাজসেবামূলক ঐতিহ্যের ধারক এই পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কুড়িগ্রাম জেলা জামায়াতের মজলিসে শূরা বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকেই তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়াতে সক্রিয় রয়েছেন।
অন্যদিকে তার সহোদর ভাই আজিজুর রহমান বিএনপির হয়ে একই আসনে মাঠে নেমেছেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিএনপির জেলা পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। দুই ভাইয়ের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দুজনেই এলাকায় জনপ্রিয় এবং মানবিক কর্মে নিবেদিত।
রাজনীতির মাঠে এই দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন, “এ যেন রাজনীতির ভিন্ন রূপ—একই পরিবারের দুই প্রার্থী, কিন্তু ভিন্ন পতাকা।” আবার অনেকেই দেখছেন এটি একটি স্বাস্থ্যকর গণতান্ত্রিক প্রতিযোগিতা হিসেবে।
চিলমারী, রৌমারী ও রাজীবপুরজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—ভাই বনাম ভাইয়ের এই নির্বাচনী লড়াই। স্থানীয় ভোটাররা বলছেন, “দুজনই এলাকার সন্তান, শিক্ষিত, ভদ্র এবং জনগণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে—তাই প্রতিযোগিতা হবে জমজমাট।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচন শুধু দলীয় নয়, পারিবারিক ভাবেও এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে কুড়িগ্রামের রাজনৈতিক ইতিহাসে।