1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমান সরকারের অবসর গ্রহন। কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সহ:অধ্যাপক আনোয়ারুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা। ভুরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কুড়িগ্রামে মহিলা দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল। পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা।

সাংবাদিকের উদ্যোগে নিখোঁজ জেসমিনকে ফিরে পেল তার পরিবার

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিকের উদ্যোগে নিখোঁজ জেসমিন আক্তার উদ্ধার হয়ে ফিরে গেলেন  তার নিজ পরিবারের নিকট।

জেসমিন আক্তার (২৬) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সেনপাড়া এলাকার রবিউলের স্ত্রী। সে এক সন্তানের জননী ও গত ১৫ দিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে জেসমিন আক্তার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন। রাতভর এবং পরদিন সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তারা সাংবাদিক মেছবাহুল আলমকে বিষয়টি অবগত করেন।

পরে সাংবাদিক মেছবাহুল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ জেসমিনের ছবি ও তথ্য প্রকাশ করলে, সাজ্জাদুর রহমান নামে এক ব্যক্তি মন্তব্যে জানান—জেসমিন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। খবর পেয়ে সাংবাদিক মেছবাহুল দ্রুত হাসপাতালে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

নিখোঁজ জেসমিনের ভাই সাদ্দাম হোসেন ও স্বামী রবিউল ইসলাম সাংবাদিক মেছবাহুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “গত রাত থেকেই আমরা খুঁজছিলাম, কোনো খোঁজ পাচ্ছিলাম না। আল্লাহর রহমতে ও মেছবাহুল ভাইয়ের উদ্যোগে আজ আমরা আমাদের প্রিয় মানুষটিকে ফিরে পেয়েছি।”

সাংবাদিক মেছবাহুল আলম বলেন“একজন মানুষের জীবন নিয়ে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জনগণের সহযোগিতা পেলে অনেক সময় বড় কাজও সম্ভব হয়। জেসমিনকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত।”

পরে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজমুল হক ও ভূরুঙ্গামারী থানার এসআই নাজমুল হকের উপস্থিতিতে জেসমিন আক্তারকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট