
গোলাম মোস্তফা।। ভুরুঙ্গামারী।।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী পাথরডুবি দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আব্দুল হালিম দীর্ঘ ৪৩ বছর ৭ মাস শিক্ষকতা জীবনের পর আজ অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষে প্রতিষ্ঠানে এক আবেগঘন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সুপার মাওলানা নূরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন বিজ্ঞান শিক্ষক ফজলুল হক বি.এস.সি, সাবেক সহ-সুপার মাওলানা আব্দুল বারী, এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, মাওলানা আব্দুল হালিম শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের নৈতিকতার দিশারী ও সহকর্মীদের জন্য এক আদর্শ অভিভাবক।
স্মৃতিচারণমূলক বক্তব্যে ফজলুল হক বি.এস.সি বলেন,
“তিনি শুধু আমার সহকর্মীই ছিলেন না, ছিলেন বড় ভাইয়ের মতো এক অভিভাবক। তাঁর স্নেহ, পরামর্শ ও সহানুভূতি আমাদের আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।”
সাবেক ছাত্র মিজানুর রহমান বলেন,
“প্রিয় হুজুর আমার জীবনের প্রতিটি সফলতায় সাহস ও প্রেরণা যুগিয়েছেন। তাঁর আন্তরিক দোয়া ও ভালোবাসা আমি কখনো ভুলবো না।”
বর্তমান শিক্ষার্থীরাও তাঁদের প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগময় স্মৃতিচারণ করেন।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরুল ইসলাম। দোয়ার মাধ্যমে মাওলানা আব্দুল হালিমের দীর্ঘদিনের শিক্ষাসেবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
পাথরডুবি দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মুখে ছিল একটাই কথা—
“প্রিয় হুজুর, আপনি আমাদের হৃদয়ে চির অম্লান।”