
ভুরুঙ্গামারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার : গোলাম মোস্তফা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের হল রুমে উপজেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ। এতে সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এসময় উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।