1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

কচাকাটায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণের খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচাকাটা কলেজের সভাপতি সিব্বির আহমেদ।

টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করছে— আয়াজ আহমেদ ফুটবল একাদশ, রাজা বাদশা ফুটবল একাদশ, জুলাই ৩৬ ফুটবল একাদশ এবং নিউ প্রতিশ্রুতি ফুটবল একাদশ। দলগুলোর নেতৃত্বে রয়েছেন যথাক্রমে কচাকাটা কলেজের সহকারী অধ্যাপক মো. আজাদ হোসেন, সহকারী অধ্যাপক (আইসিটি) মো. মিজানুর রহমান জুয়েল, প্রভাষক ফয়সাল আহমেদ রনি ও রসায়ন বিভাগের প্রদর্শক মো. শহিদুল ইসলাম।

লীগ ভিত্তিক মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হবে, যার স্কোরের ভিত্তিতে ফাইনাল পর্বে মুখোমুখি হবে সেরা দুই দল। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কচাকাটা কলেজ শাখা ছাত্রদল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বল্লভের খাস ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত দুইটি নারী গ্রুপের সদস্যদের মধ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ করেন। এর আগে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ২০ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বল্লভের খাস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরজামাল, ইউপি সদস্য মো. শাহ আলম, মো. বছির উদ্দিন এবং ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট