
ভুরুঙ্গামারীর পাথর ডুবিতে জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার :গোলাম মোস্তফা।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাইতুল মাল সম্পাদক আবু সাঈদ। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা আব্দুল আজিজ। এছাড়া বক্তব্য রাখেন থানাঘাট হাইস্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা নূরুল ইসলাম।আরো বক্তব্য রাখেন মাওলানা নূরুল ইসলাম সহকারী শিক্ষক পাথর ডুবি উচ্চ বিদ্যালয়, মাওলানা আব্দুল বারী,সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনমত গঠন ও সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামের সুশীতল ছায়াতলে মানবতাকে আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তাদের দাবি—ইসলামের বিজয় অনিবার্য, লাখো তরুণ ইসলামের পতাকাতলে সমবেত হয়ে সেই আগমনী বার্তা স্পষ্ট করে তুলেছে।