কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়মনিরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে জয়মনিরহাট মহিউদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম।প্রতিযোগিতায় প্রায় ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুইজ শেষে বিজয়ী ২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, প্রতিযোগিতার মনোভাব, ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।