1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

এমপিওভূক্ত প্রতিষ্ঠানে শিক্ষক আন্দোলনের ক্ষতি পোষাতে শনিবার চলছে ক্লাস

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃগোলাম মোস্তফা।
এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি ১৫% বাড়ি ভাতা অনুমোদনের পর শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি যে ঘোষণা দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় ছুটির দিন শনিবারেও সারাদেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় নিয়মিত পাঠদান চলছে।
ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এমন চিত্রই দেখা যায়। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে চমৎকার পাঠদান চলছে।
দীর্ঘ দশ দিনের কর্মবিরতি শেষে আন্দোলন সফল হওয়ার আনন্দে এবং শিক্ষার্থীদের সেশনজটের আশঙ্কা কাটাতে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে শ্রেণিকক্ষে অংশ নিয়েছেন। সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য—যা আন্দোলনকালীন পাঠদানের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতা তুলে ধরে।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন—
“শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি আমরা সব সময় বিবেচনায় রেখেছি। দাবি আদায়ের পর দায়িত্বশীল শিক্ষকদের মতোই আমরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরেছি। ভবিষ্যতের নেতৃবৃন্দ গড়ার কাজে কোনো বাধা দেব না।”

অভিভাবকরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষকেরা শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন; এখন তারা শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল আচরণ করছেন—এটাই প্রমাণিত হলো শনিবারের পাঠদানের মধ্য দিয়ে।

শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র জানায়, সরকারের ঘোষিত বাড়ি ভাতা কার্যকর হলে বেসরকারি শিক্ষকদের আর্থিক চাপ কমবে এবং শিক্ষা ব্যবস্থায় আরও স্থিতিশীলতা ফিরে আসবে।

শিক্ষকরা আশা করছেন—
এ দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার দিকে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট