1. news@dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
  2. info@www.dainikkurigramjanopad.online : দৈনিক কুড়িগ্রাম জনপথ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাথরডুবি গ্রামে দুর দুরান্ত থেকে আসছে রসপ্রেমীরা। কুড়িগ্রামে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্রাকের কর্মশালা। কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ। কুড়িগ্রাম -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো: আনোয়ারুল ইসলামের মনোনয়ন দাখিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ছে শীত–কুয়াশার দাপট, আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতের প্রকোপ বৃদ্ধি, ঠান্ডাজনিত রোগে কাবু শিশু ও বৃদ্ধরা। ভূরুঙ্গামারীতে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তর কাছে টাকা নিয়ে মসজিদ ও পানি নিষ্কাশনের কাজে ব্যয়। বিয়ের সাজে নয়, কাফনের চাদরে ফারুক :মৃত্যুতে শোকস্তব্ধ পাথর ডুবি। ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

পাথরডুবিতে ২৩ কেজি গাঁজা উদ্ধার: টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ।

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

পাথরডুবিতে ২৩ কেজি গাঁজা উদ্ধার: টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ।
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে ২১ তারিখ দিবাগত রাতে ২৩ কেজি গাঁজাসহ সুজন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় জনতা। পরে ঘটনায় নাটকীয় মোড় ঘোড়ে যখন অভিযোগ ওঠে—৭৫ হাজার টাকার বিনিময়ে তাকে গাঁজাসহ মুক্ত করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করার সময় সুজনকে ধাওয়া করে আটক করে জনতা। তাকে দায়িত্ব নিয়ে থানা ঘাটে নিয়ে আসে ইউনিয়ন পরিষদের দফাদার আলম ও নুরুজ্জামান বেপারী।

কিন্তু অভিযোগ—সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুর বড় ভাই মন, দফাদার আলম, স্থানীয় কয়েকজ প্রভাবশালী মিলে অর্থের লেনদেন করে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়। টাকার ভাগাভাগিতে আবুল হাসেম, খলিল, হাবিবুর রহমানসহ আরও অনেকে জড়িত বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা রাজু মিয়া বলেন, আমাদের এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। মাদক ব্যবসায়ীদের সাথে কিছু প্রভাবশালী লোক জড়িত থাকায় প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা নেওয়া যায় না।
এক স্থানীয় ছাত্রনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৪ সালের ৫ ই আগস্ট এর পর থেকে আমরা এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।কিন্তু প্রভাবশালীদের কারণে কোন উদ্যোগই সফল হচ্ছে না।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুরের কাছে দফাদার আলমের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ খন্দকার, ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী, যুবদল সভাপতি আমির হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুস সামাদ, ছাত্রদল সভাপতি সুমন রানা এবং বৈষম্য বিরোধী উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

অভিযোগ পত্রে সকলে স্বাক্ষর করলেও সভাপতি হযরত আলী ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খন্দকার এতে স্বাক্ষর করেননি। চেয়ারম্যান আব্দুস সবুর অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা দিন দিন বিস্তার লাভ করছে। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট