
স্টাফ রিপোর্টার : গোলাম মোস্তফা।।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মেয়ে মোছা. রোকাইয়া খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল সংসদের ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী (সেশন ২০২০-২০২১) এবং সম্মিলিত শিক্ষার্থী জোটের মনোনীত প্রার্থী হিসেবে এই পদে বিজয় অর্জন করেন।
রোকাইয়ার এই অর্জনে আনন্দে ভাসছে তার পরিবার ও এলাকা।তার পিতার বন্ধু মজিবুর রহমান বলেন, “রুকাইয়া আমাদের গর্ব, সে ভুরুঙ্গামারীর মুখ উজ্জ্বল করেছে।”
স্থানীয় এক বাসিন্দা জানান, “রুকাইয়া ছোট থেকেই অত্যন্ত মেধাবী। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও সে পারদর্শী ছিল এবং একাধিকবার স্বর্ণপদক অর্জন করেছে।”
রোকাইয়ার পিতা মো. রফিকুল ইসলাম আবেগময় কণ্ঠে বলেন, “আমার মেয়ে অত্যন্ত মেধাবী ও লক্ষীমেয়ে। ছোটবেলা থেকেই লেখাপড়া ও খেলাধুলার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তার এই বিজয় শুধু আমাদের পরিবারের নয়, পুরো কুড়িগ্রাম জেলার গর্ব।”
নিজের অনুভূতি ব্যক্ত করে রোকাইয়া খাতুন বলেন, “আমি বর্তমানে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের দিকে মনোনিবেশ করছি। পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজের অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছি। ইনশাআল্লাহ, শিক্ষাজীবন শেষে নারী, শিশু ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছে আছে। আল্লাহ চাইলে ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় রাজনীতিতেও সম্পৃক্ত হওয়ার কথা ভাবব।”
রোকাইয়ার এই সাফল্য প্রমাণ করে, মেধা, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে গ্রামের মেয়ে হয়েও বড় স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তার এই বিজয় শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, পুরো ভুরুঙ্গামারী ও কুড়িগ্রাম জেলার জন্য গর্বের।