
স্টাফ রিপোর্টার: গোলাম মোস্তফা।
২১ অক্টোবর ২০২৫—এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক দিন। দীর্ঘদিনের আন্দোলন ও প্রত্যাশার পর অবশেষে সরকার ১৫% বাড়ি ভাতা প্রদান করার ঘোষণা দিয়েছে। এই ন্যায্য দাবি আদায়ে সর্বাগ্রে নেতৃত্ব দিয়েছেন শিক্ষক সমাজের প্রিয় নেতা, শিক্ষাবিদ ও সংগঠক দেলোয়ার হোসেন আজিজ।
দেলোয়ার হোসেন আজিজ বর্তমানে ময়মনসিংহের ঐতিহ্যবাহী কাতলা সেন কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক হিসেবে তাঁর প্রজ্ঞা, সংগঠক হিসেবে দৃঢ়তা এবং নেতৃত্বে সাহসিকতা তাঁকে শিক্ষক সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করেছে।
তাঁর সুদূরপ্রসারী চিন্তা, যুক্তিনিষ্ঠ বক্তব্য এবং শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষক সমাজ একতাবদ্ধ হয়। তাঁর নেতৃত্বে গঠিত শিক্ষক প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা সি. আবরার-এর সঙ্গে একাধিক বৈঠক করে যুক্তিসঙ্গতভাবে শিক্ষকদের দাবি তুলে ধরেন। শেষ পর্যন্ত সরকার ১৫% বাড়ি ভাতা প্রদানের ঘোষণা দিতে বাধ্য হয়— যা শিক্ষক সমাজে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।
সহকর্মীরা বলেন, “আজিজ স্যারের সাহসী নেতৃত্ব না থাকলে হয়তো এই ন্যায্য দাবিটি আজও মঞ্জুর হতো না। তিনি আমাদের প্রকৃত প্রেরণার প্রতীক।”
দেলোয়ার হোসেন আজিজ বলেন,“এ অর্জন কোনো ব্যক্তির নয়, এটি দেশের সব শিক্ষক ও কর্মচারীর যৌথ সাফল্য। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ শিক্ষক সমাজই শিক্ষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে।”
তাঁর এই অবদান শুধু শিক্ষক সমাজেই নয়, সারাদেশের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। দেলোয়ার হোসেন আজিজ এখন ন্যায় ও শিক্ষার পক্ষে লড়াই করা এক সত্যিকারের জননেতা হিসেবে স্বীকৃত।