কুড়িগ্রামে জামায়াতের সদস্য( রুকন) সম্মেলন অনুষ্ঠিত ৷
কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রাম-২ আসনে ( কুড়িগ্রাম শহর, সদর,রাজারহাট, ফুলবাড়ি) থানার সদস্য ( রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার হলরুমে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুড়িগ্রাম জেলা শাখায় এ সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ এর পরিচালনায় ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অন্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ৷
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, শহর জামায়াতের আমীর আব্দুস সবুর খান, সাবেক জেলা আমীর
আ ন ম সোলায়মান, সাবেক জেলা সেক্রেটারি আ ফ ম দেওয়ান আমিনুল ইসলাম প্রমূখ।